প্রতিষ্ঠানের ইতিহাস

বপ সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ২০২২ সালে একটি মূল লক্ষ্য নিয়ে—বাংলাদেশে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে শিল্পোন্নয়নে অবদান রাখা। শুরু থেকেই আমরা বিভিন্ন বিষয়ের ওপর শর্ট কোর্স এবং ছয় মাস মেয়াদি বিশেষায়িত টেকনিশিয়ান কোর্স চালু করি, যাতে তরুণরা হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। আমাদের ছয় মাস মেয়াদি কোর্সগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ১। ফুড প্রোডাক্ট তৈরির টেকনিশিয়ান কোর্স ২। কসমেটিক প্রোডাক্ট তৈরির টেকনিশিয়ান কোর্স ৩। ভেটেরিনারি প্রোডাক্ট টেকনিশিয়ান কোর্স ৪। অ্যাডহেসিভ ও গ্লু তৈরির টেকনিশিয়ান কোর্স ৫। হাউজহোল্ড প্রোডাক্ট তৈরির টেকনিশিয়ান কোর্স প্রশিক্ষণের পাশাপাশি আমরা সরাসরি উদ্যোক্তাদের জন্য প্রোডাক্ট ফর্মুলেশন, রিসার্চ এবং ডেভেলপমেন্ট সাপোর্ট প্রদান করি। একজন উদ্যোক্তা তার ব্যবসা শুরু করার জন্য যে টেকনিক্যাল সাপোর্ট, গবেষণাভিত্তিক পরামর্শ এবং আন্তর্জাতিক মানের ফর্মুলেশন প্রয়োজন—আমরা সবই একসাথে সরবরাহ করি। ফলে উদ্যোক্তারা আত্মবিশ্বাসের সাথে বাজারে মানসম্মত প্রোডাক্ট লঞ্চ করতে পারে। আমাদের প্রতিষ্ঠান বর্তমানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সাইনবোর্ড মোড় এলাকায় অবস্থিত, যা ঢাকার সাথে সরাসরি সংযুক্ত। ভৌগলিক এই সুবিধার কারণে সারা দেশ থেকে শিক্ষার্থী ও উদ্যোক্তারা সহজে আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন। প্রতিষ্ঠার পর থেকে আমরা শুধু প্রশিক্ষণ নয়, বরং গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন—এই তিনটি দিককে সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের লক্ষ্য থাকবে, বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।.....

বিস্তারিত

Our Teacher